Monday, November 29, 2010

In Commemoration of P.N. Haksar, a Friend of Bangladesh


In Commemoration of P.N. Haksar, a Friend of Bangladesh
Monaem Sarker
P. N. Haksar
I feel humble to commemorate a distinguished son of India, Parmeshwar Narayan Haksar, diplomat, statesman, architect of the Simla Agreement 1972, an Indian from Kashmir but truly a citizen of the world. Above all, he was great friend of Bangladesh. Ever since the death of Mr. P.N. Hakser on 27 November 1998, I have continued to suffer from a sense of personal loss. I have also felt that it has been a national loss to Bangladesh too. Mr. Haksar was a symbol of humanism. His humane approach brought him the admiration, respect and reverence of every Bangalee who came in contact with him during our liberation war and after.
We have heard time and again from our first Prime Minister Mr. Tajuddin Ahmed and those who worked with him from April to December 1971. They spoke very high of Mr. P.N. Haksar’s special role as Principal Secretary to the Prime Minister of India in the inner councils of decision-making. He fashioned Mrs. Gandhi’s decision about the timing and level of support to be given by India to our liberation struggle. The manner the Bangladesh freedom fighters who had crossed over to India in the face of the West Pakistani military atrocities & wanton massacres unleashed on 25 March 1971 were treated as well as the warmth of India’s relations with the Government set up in Mujibnagar in April 1971 are recognized to reflect the India's finest hour. India's political leadership had succeeded in uniting the country to support Bangladesh Liberation struggle. The diplomacy conducted by India in a world still riven by the cold war had achieved extraordinary success. Mr. Haksar's contribution to that success in widely acknowledged. The wisdom of his counsel, which had urged that unified and co-ordinated efforts by all the pro-liberation forces was essential for victory. Under Indira Gandhi and P.N. Haksar's active guidance Mr. D.P. Dhar played a vital role during the formative stage of our cabinet consultative committee in exile.
D.P. Dhar, India's Ambassador in Moscow was summoned to Delhi in June 1971, and Haksar gave him the brief to reach an agreement on the treaty incorporating the amendments acceptable to the Soviet side but covering the security contingencies India might be facing. PNH followed it up all the way down till it was presented to get the approval of the political affairs committee, a committee of cabinet members, where PNH, P N Dhar and D P Dhar were present just to assist them if required!
In 1971 on 9 August, the Indo-Soviet Treaty for Friendship and Cooperation was signed in New Delhi, which Kissinger subsequently termed as a 'bombshell' in his memoirs. Indeed, the treaty, by agreeing to have joint consultation in the event of a threat from a third party and to take appropriate action to restore peace and security, decisively changed the course of subsequent events. As the reconstruction of history goes on, some writers in recent years play down the threat of collusion perceived by us to the level that the US was using the Pakistani channel to open up to China for its own geopolitical interest. That might well be, but, in addition, there was a darker aspect of that opening too, as Richard Nixon made it clear in his memoirs: "The Chinese played a very cautious role in this period. They had troops poised on the Indian border, but they would not take the risk of coming to the aid of Pakistan by attacking India, because they understandably feared that the Soviet might use this action as an excuse for attacking China. 
Mr. P.N. Hakser's knowledge was encyclopedic. Those who disagreed with him could not fail to admire his deep understanding of complex and complicated issues. During my four years of “exile:” in India from 1975 to 1979. I was very close to him. He advised me to form a Caucus of Friends of Bangladesh in Delhi. Friends of Bangladesh Includes- Sri Manmatha Nath Gupta (Chairman), Prof. Dilip Chakravarty, M.P., Sri Sachindralal Singh, M.P., Sri R. K. Mishra, M.P., Sri K. R. Ganesh, Sri P. N. Haksar, Sri Shashi Bhushan, Sri Ganesh Shukta, Sri Sadhan Mukerjee, Sri Abani Lahiri, Sri D. R. Goyal, Sri Subrata Banerjee (Convenor). First condolence meeting on Bangabandhu was organized by that committee in Gandhi Memorial Hall in New Delhi on 15th August 1976. Many people said to me personally, that the time spent with him had been so rewarding, that one could not get through books & journals. I would like to mention here two letters out of many letters written to me by P.N. Hakser which will depict his respect, love and concern about Bangladesh one in July 14, 1997 & another in 18th March 1998.
                                                                                                                                      Phone : 4673545, 6886149
P. N. HAKSAR                                                                                                                         4/9, Shanti Niketan

                                                                                                                                                 New Delhi- 110 021


Date : July 14, 1997

Dearest Bakul :                                                                                                                                                 
The memory of your two visits to my home still remains with me. I was hoping to see you in Dhaka last year, but it was not to be.
I was very deeply, deeply touched when Abdus Samd Saheb insisted on visiting me in my home in Delhi when he first came here in his capacity as the Foreign Minister in the Government led by Sheikh Hasinaji as the Prime Minister. When she assumed the office after such a long and courageous struggle, I wrote to her a letter. Naturally, I did not  expect her to reply, but I am anxious to know only whether she received it or not.
All the heros of Bangladesh liberation have strutted about on the stage of history and now the curtain has fallen. We can now contemplate the true historical reality when a character called Monaem Sarker acted the part of Bakul.
Are you planning to visit Delhi in the near future? Please do come. I am going to be 84 years old which is 25 years more than the average expectation of life in India.
It breaks my heart when I hear the people of Bangladesh suffer during monsoons, typhoons and cyclones.
Please do convey my warmest regards and best wishes to Sheikh Hasinaji when you meet her as well as to Abdus Samad Saheb.
With my blessings and love.
                                                                                                                    Yours affectionately,
                                                                                                                           P.N. Haksar
Mr. Monaem Sarker
...................................................................................................................................................................................................................
                                                                                                                                 Phone : 4673545, 6886149
P. N. HAKSAR                                                                                                                    4/9, Shanti Niketan

                                                                                                                                             New Delhi- 110 021


Dated : March 18, 1998
Dearest Monaem :
Today is the 18th of March, 1998. On this day, I should be air-borne and moving towards Dhaka and stepping on the sacred soil of Bangladesh. I was so full of excitement of visiting Dhaka after a I apse of more than ¼ of a century. You had made arrangements for my visit with great love and care. But alas!, I find myself grounded in 4/9 Shanti Niketan. I hope that our High Commissioner in Dhaka has explained to you my painful predicament.
Friends of Bangladesh had organised a public meeting yesterday on the occasion of Bangabandhu’s 78th birthday. I could not even attend that. I hope that you will understand the depth of my anguish.
With my blessings and best wishes to you,
                                                                                                                  Yours affectionately,
                                                                                                                          P.N. Haksar
Mr. Monaem Sarker
Director General
Bangladesh Foundation for Development Research
23 Chamelibagh, Dhaka – 1217, Bangladesh
P.N. Haksar, born in 1913, has been called the most distinguished public servant of his generation. After a spell as a barrister at the Allahabad high court (1943-8), he was drawn into the Foreign Service by Nehru. Subsequently, he directed the course of government policies at home and abroad as High Commissioner, Secretary and Principal Secretary to the Prime Minister of India, Mrs Indira Gandhi (1967-73). Later, as Deputy Chairman of the Planning Commission and Vice-Chairman of the Council of Scientific and Industrial Research, he was executive head of the country's planning and R & D structures (1974-7). He continues to be actively associated with institutions concerned with the advancement of knowledge, including the Indian Statistical Institute and several centres of research in the social sciences. P.N. Haksar recreates in India of the 20th century & deftly fashions its flavors and charm and  its first stirring under Nehru & Indira Gandhi. 
The then Prime Minister I. K. Gujral writes in his articles on P.N. Hakser: Governance with social purpose :
" Indira Gandhi had known P.N. Haksar her London days. She discussed his name with some of us in the 'Kitchen Cabinet' as it was called. We did not know Haksar personally since he had spent most of his time serving in the diplomatic missions abroad but we endorsed her choice, when she told us of his political affiliations with the Nehru family. Haksar, as you would know, made his presence felt very soon after entering the high office. He turned, the PM's Secretariat into a power centre and made it a fountainhead of ideas and policies. By then Indira Gandhi had shed off her shyness and uncertain demeanor, while Haksar radicalized her socio-economic policies and centralized authority around her. This was the beginning of a new style of governance that bore close resemblance to the Presidential system. Perhaps this was inevitable, since the political circumstances were radically different than in the Nehruvian era. Nehru, all through the 17 years of his rule did not set up a PM's Secretariat or even a PMO. He was assisted by one secretary, though he occasionally used the senior officials in the MEA for co-ordination. Panditji had several advantages that were unique. His Cabinet comprised of eminent persons who were his comrades in the freedom struggle. They had similar views regarding the socio-economic purpose of governance. Men like Sardar Patel did not require any guidelines from the PMO nor would Maulana Azad, Pant, Kidwai or Ambedkar seek policy directions from any secretary. They were men of colossal dimensions who were masters of their domains. The Cabinet meetings were friendly and harmonious; in a way, these were the replicas of the Congress Working Committee meetings of the past. The style and purpose of governance was to speedily reach the promised destination, since they were conscious of the brevity of the time available to them."
The then President A.P.J. Abul Kalam writes in his article : Developed Nation : the vision:
"I am indeed delighted to give the First P N Haksar Memorial lecture. Despite his great stature in the national scene, I was fortunate to come in contact with him when he was a member of the space commission and visited the satellite launch vehicle integration lab at Thumba, with smoke coming out of his pipe, and with a smiling face, he asked an important question; In satellite launch vehicle programme where does India stand? I looked at Professor Satish Dhawan, the then Chairman, ISRO, and then quickly responded to him saying that when the Rohini Satellite injected SLV-III in earth orbit, we will be the fifth country! "Oh my Nation when you will be the first?". His words - "when my nation will be the first" reverberates in my mind even after nearly 20 years."
17 November 2009
Dhaka
bfdrms@gmail.com
bfdrbd@intechworld.net

Tuesday, November 23, 2010

BFDR AT A GLANCE


 

 

June, 2008


BFDR AT A GLANCE


The Bangladesh Foundation for Development Research was established in 1996-the Silver Jubilee year of Bangladesh’s Independence. The main objectives of the Foundation are as follows :
a.   To compile a factual and unbiased history of Bangladesh through research on Bangla Language, Liberation War, Culture, Formation of the Bangalee nation and state;
b.   To undertake research as a Think Tank on various social, political and economic issues facing the nation and suggest policy options for the policy makers and the people at large.
c.    To organize round-table conferences, seminars, workshops, discussion meetings, exhibitions and publications on Bangla Language, Literature, Culture, Liberation War, Social-Economic-Political issues and also on Election and electoral system etc.   
Eminent citizens with firm commitment to Bangalee nationalism, non-communalism, democracy, development, self-reliance and the spirit of our Liberation War are among the Trustee Members and Board of Governors of the Foundation. An Eminent scholar, a noted writer and a leading intellectual of the country National Professor Kabir Chowdhury is the Chairman of the Foundation. Mr. Monaem Sarker, a noted writer, columnist and social worker is its Director General. Its founder chairman was late SAMS Kibria, former Finance Minister, who was brutally killed in a grenade attack on 27 January 2005 during a political meeting in the Habiganj district that he hailed from.

ACTIVITIES OF THE FOUNDATION

In consonance with the work procedure of its Prospectus & Constitution the Foundation adopted an all-out progrmme to implement different important projects since its inception, in 1996. Some of its projects are noted below :

Books and Monographs

Significant publications of the Foundation are : Bangladesher Mukti Sangramer Itihas (History of the Bangladesh Liberation Movement, 1947-71) and Sheikh Mujib, Ekti Lal Golap (Sheikh Mujib, a Red Rose). Bangladesh Foundation also compiled speeches, statements, declarations etc. of the Bangabandhu under the title of Bangaleer Kanttha (Voice of the Bangalees). “Development Through Democratization and Decentralization : The Case of Bangladesh”, “The Multidimensional Nature of Poverty in Bangladesh : Issues, Evidence and Future Directions”, “Joint Front Against Anti-Liberation Forces” etc are among its recent publications. Another remarkable publication of the Foundation is Sarba Kaler Sarba Sreshttha Bangali (The Greatest Bangalee of All Times). The Foundation prepared a manuscript of the book on Bangabandhu Sheikh Mujibur Rahman : Jibon o Rajniti (Bangabandhu Sheikh Mujibur Rahman : His Life and Politics) and was submitted to the Bangla Academy as per contract for publication. The book came out during ‘Boi Mela 2008’ last.

The Academy published the book in two parts. The life, politics, economic conditions, earlier movements in the subcontinent and the-then East Pakistan for freedom and economic emancipation in the subcontinent are the subject- matter of the first part while the second part of the book contains some important aspects of Bangabandhu’s historic speech, war of liberation of Bangladesh, Bangabandhu’s return to his own independent land Bangladesh from the death cell of Pakistani Jail as a free man who worked to reconstruct his hard-earned country from the ruins upto 15 August 1975. On this date he was assassinated brutally along with the other members of his family by foreign agents and local traitors to take revenge for the defeat in the liberation war. The Academy has fixed the price of both parts together of the book at Tk. 1,000/- and US $ 50.00 only. The Academy has plan to publish the book in English and other languages of the world.    

Seminars

The Foundation organized a seminar on Chittagong Hill Tracts Peace Treaty. It also organized a number of seminars on different topics during the period from March 1997 to January 2006. The seminar topics were SWADHINATA BIRODHI CHAKRER BIRUDDHE JUKTAFRONT : CHUANNOR ABHIGGATA, “Political Terrorism in the context of National & International Fields”, “Development Strategy of Bangladesh”, “Present Political, Economic & Social Conditions of the Country,” “Political Terrorism: Recent Killings”, “Rise of Fundamentalist Forces in Bangladesh,” “Democracy : Sheikh Hasina in the UN”, “Democracy, Voting Rights and Human Rights”, “Bangladesh Vision 2020 and Gas Policy”, “Distortion of the History of Liberation War in Textbooks-2002”, “Thoughts on City (Dhaka) Development and Governance”, “Election 2001 : Role of Civil Society”, “Concept of Liberation War and present Bangladesh”, “Export of Gas and National Interest”, “Designing a   Pro-Poor Budget for Bangladesh”, “International Terrorism : Bangladesh Context”, Commemorative lecture on Bangabandhu Sheikh Mujibur Rahman and Emergence of Bangladesh, etc. Discussants of all the seminars included leading members of the civil society and intelligentsia, prominent politicians, educationists, eminent journalists, writers etc.

Commemorative Lectures
BFDR has started two remarkable projects, namely commemorative lecture on Bangabandhu Sheikh Mujibur Rahman and on SAMS Kibria. Of these projects the first one was held in August 2005 and the first commemorative lecture on SAMS Kibria was held on 26th January 2006. Last commemorative lecture on Bangabandhu was given by Abdul Gaffar Chowdhury in August 2009.
Besides these, BFDR has taken the task of distributing computer sets among different educational institutions for good use of these by the SSC level students. The Publication of monographs on different subjects is an ongoing project of BFDR.

Thematic Maps

The publication of three THEMATIC MAPS on Muktibahini (RESISTANCE CAMPS, REFUGEE CAMPS AND MUJIBNAGAR GOVERNMENT) during the Liberation War in 1971 is a crowning achievement of the Foundation.

Video CDs on Liberation War
Another milestone activity of BFDR is the Historical Documentation on Bangladesh Liberation struggle. It includes the history of liberation struggle and the nine-month War of Liberation (Muktijuddha). The Title of the video document is ‘BANGLADESHER MUKTISANGRAM (Liberation War of Bangladesh). It is recorded in Beta-Com Cassette, 30 minutes each in 22 Episodes. These are transferred into VHS, CD & DVD.

Ongoing Projects

a)      Video DVD on Liberation struggle
         We have taken up a new project to make DVD in 52 Episodes on Bangladesh Liberation Struggle. It will include datewise the factual documentations of our Liberation Struggle throughout Bangladesh.
b)      Bangabandhu Sheikh Mujibur Rahman : Jibon O Rajniti (Bangabandhu Sheikh Mujibur Rahman : His life and politics)
         Abridged version of the book will be published both in Bangla & English by the Foundation. From English version the book will be translated into different languages like Hindi, German, French, Latin, Russian, Chinese, Japanese, Arabic etc. and will be published as International Editions.
c)      The three Thematic Maps on Muktijuddha published by BFDR will be reprinted and distributed to different High Schools of Bangladesh.
d)      A book on the brief history of liberation struggle of Bangladesh for school students will be published as a textbook.
e)      Abdul Gaffar Chowdhury along with BFDR chalked out a plan to produce a full-length movie titled POET OF POLITICS in English on Bangabandhu’s life on behalf of the Red Rose Film Company, London, UK. The BFDR will act as a liaison office in Bangladesh during the production of this historic movie.

Monday, November 8, 2010

Naouka Mallarai Awami Leaguer Pran


নৌকার মাল্লারাই আওয়ামী লীগের প্রাণ

মোনায়েম সরকার

বাংলাদেশের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী কম কথা নয় বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি দলের বেলায় এটা ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা জানি যে সেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটকে যেমন ডেনমার্কের প্রিন্স ছাড়া কল্পনাই করা যায় না, তেমনি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কথা চিন্তাই করা যায় না বরং আওয়ামী লীগই হলো বাংলাদেশের ঐতিহ্য এবং ভবিষ্য যতোদিন বাংলাদেশ থাকবে এবং বাঙালি জাতি থাকবে, ততোদিন এই সত্যটি মনে রাখতে হবে আওয়ামী লীগের হাত ধরে বাঙালি জাতীয়তাবাদের পথেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে ভবিষ্যতেও আওয়ামী লীগ বাংলার জনগণের দল হিসেবেই টিকে থাকবে

দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক সামপ্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার অল্প কিছুকাল পরেই ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অগ্রসর হওয়া দলটি দ্রুত বাংলার জনগণের দলে রূপান্তরিত হয় শক্তিশালী সংগঠন হিসেবে গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের ছয় দশকের ইতিহাস পর্যালোচনা করে দেখলে এটা স্পষ্ট হয়ে যে গণমানুষই হলো রাজনৈতিক দলটির প্রাণ স্পষ্ট করে বলতে হয়, দেশের ৬৮ হাজার গ্রামের ত্যাগী নিবেদিত কর্মীদের কারণেই আওয়ামী লীগ বেঁচে আছে এরা কেবলই গুণ টেনেছে, কখনো নৌকায় চড়েনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে রাজনীতি করেছে, কিন্তু দলের কাছ থেকে কোনো ব্যক্তিগত সুযোগ নেয়নি

আজ এমন একটা সময়ে আওয়ামী লীগের ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, যখন দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় তবে জন্মের পর থেকে আওয়ামী লীগ পর্যন্ত মাত্র ১০-১১ বছরে ক্ষমতায় থেকেছে বাকি সময় দলটিকে থাকতে হয়েছে বিরোধী দলে বা রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আর সময়ে দলটিকে জেল-জুলুম-নির্যাতন আর নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এমন কি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি এর কারণ দলটির প্রকৃত শক্তি তার অগনিত কর্মী, তৃণমূল পর্যায়ে বিস্তৃত শক্তিশালী সংগঠন এবং কৃষক, শ্রমিক মেহনতি মানুষের অকুণ্ঠ সমর্থন যে কারণে দেখা গেছে, যখনই এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রদানের সুযোগ পেয়েছে, তখনই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছে এর প্রমাণ আমরা পেয়েছি, ’৫৪, ’৭০, ’৯৬ ২০০৮ সালের সাধারণ নির্বাচনে এসব নির্বাচনের ফলাফল এটাই স্পষ্ট করেছে যে তৃণমূলের কর্মী-সমর্থকরাই আওয়ামী লীগের প্রাণশক্তি বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে এরাই হলো আওয়ামী লীগের বাল্ব, যারা দুর্দিনের অন্ধকারের মধ্যে নিঃস্বার্থভাবে বঙ্গবন্ধুর আদর্শের আলোকে জ্বালিয়ে রাখে

একথা বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগ ৬০ বছর ধরে নানা ষড়যন্ত্র এবং প্রতিকূলতা মোকাবেলা করে টিকে আছে তার প্রাণশক্তির জন্য আর এই প্রাণশক্তি হলো তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থক গাঁ-গেরামের এই কর্মী-সমর্থকরা দল ক্ষমতায় থাকতে কোনো সুযোগ নেয়নি কিংবা ক্ষমতাকে ভাগ্য বদলের হাতিয়ার করেনি দেশপ্রেম এবং বঙ্গবন্ধুর আদর্শই আওয়ামী লীগের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করেছে এর পাশাপাশি, ৬০ বছরের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে যারা নৌকায় চড়েছে, অর্থা ক্ষমতার হালুয়া-রুটি খেয়েছে, মন্ত্রী-এমপি হয়ে বাড়ি-গাড়ি প্লট পেয়েছে, ব্যবসা-টেন্ডার নিয়ে ব্যস্ত থেকেছে, বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে, তারাই কিন্তু কখনো বামে, কখনো ডানে বিচ্যুত হয়ে দলের সঙ্গে বেইমানি করেছে কিন্তু ৬০ বছরে সুযোগ বুঝে নৌকা থেকে বেরিয়ে যাওয়াদের তালিকা নেহায়েত খাটো নয় মাওলানা ভাসানী, আতাউর রহমান খান, সালাম খান, সিরাজুল আলম খান, খোন্দকার মোস্তাক, . কামাল হোসেনসহ অনেকেই বিভিন্ন সময়ে দল থেকে বেরিয়ে গেছেন তাদের কেউ গেছে ডানে, কেউ বামে তারা দল ভাঙ্গাসহ নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করেছে এতে আওয়ামী লীগের স্বাভাাবিক গতি সাময়িকভাবে ব্যাহত হলেও শেষ পর্যন্ত দেখা গেছে, যারা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ যুগের সঙ্গে তাল রেখে, দেশ জনগণের প্রয়োজনে আন্দোলন-সংগ্রামে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে আজও স্বমহিমায় ভাস্বর

আওয়ামী লীগের ইতিহাস, প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াই-এর ইতিহাস সেটা পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশের আমলেই কখনো বত্যয় ঘটেনি এই প্রতিক্রিয়াশীল শক্তি আওয়ামী লীগকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে দলটিকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করেছে আর কাজে আওয়ামী লীগের দলত্যাগীরাও ব্যবহৃত হয়েছে৫৭ সালে মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন এই বাম বিচ্যুতির ফলে আওয়ামী লীগের মূলধারা ব্যাহত হয় পরের বছর, ’৫৮ সালে দেশে মার্শাল দেওয়া হয় অথচ ওই বছরেই সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল মাওলানা ভাসানী বামপন্থীদের নিয়ে আওয়ামী লীগকে তখন না ভাঙ্গলে পাকিস্তানিরা মার্শাল দেওয়ার সাহস পেত না সেবার ১০ বছর দেশে স্বৈরশাসন ছিল এই স্বৈরশাসন না থাকলে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আরো আগেই আমরা স্বাধীনতা পেতাম একইভাবে আওয়ামী লীগ বিভিন্ন সময় ভেতর থেকে আক্রান্ত হয়েছে সময়ের প্রয়োজনে দলটিকে যখনই যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে তখনই ভেতর থেকে আঘাত এসেছে ষাটের দশকেও দেখা গেছে, আতাউর রহমান খান, সালাম খান, আব্দুস সামাদের মতো প্রধান নেতাদের ডান বিচ্যুতি তারা আওয়ামী লীগ ছেড়ে পিডিএমের পক্ষে অবস্থান নেয় কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের তরুণ নেতৃবৃন্দ মূলধারায় থেকে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের পক্ষে ছিল সে সময় কিছু রাজনৈতিক বিশ্লেষক এই বলে ভবিষ্য বানী করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ টিকবে না, আতাউর রহমান খান, সালাম খানেরাই আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবে কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টোটাই বঙ্গবন্ধুকে সভাপতি করে এবং তাজউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে যে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয়েছিল, সেই আওয়ামী লীগই -দফা, ১১-দফা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি করেছে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু এই পদক্ষেপের মাধ্যমেই আওয়ামী লীগকে নবজন্ম দিয়েছেন আওয়ামী লীগের ৬০ বছরের ইতিহাসে এটাই বড় মাইল ফলক

স্বাধীনতা অর্জনের অব্যাহতির পর, আওয়ামী লীগের অভ্যন্তরে বাম-বিচ্যুতি ঘটে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সিরাজুল আলম খানের নেতৃত্বে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের শ্লোগান দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করে তাদের এই প্রক্রিয়া আওয়ামী লীগকে দুর্বল এবং বঙ্গবন্ধুকেও অপ্রস্তুত করেছিল এর পেছনে যে আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাত ছিল পরবর্তীকালের ঘটনাবলী থেকে সেটা স্পষ্ট হয়েছে ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু এবং জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগের ওপর বিরাট আঘাত আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এই অপপ্রয়াসের পর খোন্দকার মোশতাক কিছু বিশ্বাসঘাতককে নিয়ে ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল আওয়ামী লীগকে দুর্বল করার জন্য সামরিক শাসক জিয়াউর রহমানও ইউসুফ আলী, সোহরাব হাসান, ওবায়দুর রহমানদের দলে টেনেই ক্ষান্ত ছিলেন না, মিজানুর রহমান চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগ ভাঙ্গার কাজটিও করেন পরবর্তীকালে জিয়ার উত্তরসূরি এরশাদ সাহেবও একই কাজটি করেন আব্দুর রাজ্জাকের বাকশাল গঠনের মাধ্যমে পরবর্তীকালে ১৯৯৩ সালে বিখ্যাত আইনজীবী সংবিধান প্রণেতা . কামাল হোসেনও আওয়ামী লীগ থেকে বের হয়ে মহা ধুমধামের গণফোরাম গঠন করেছিলেন এখন রাজনীতিতেই প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছেন তিনি আওয়ামী লীগের ইতিহাসে দেখা গেছে, দলের মূলধারার সঙ্গে বিশ্বাস-ঘাতকতা করে যারা বেরিয়ে গিয়েছিলেন তারা সুবিধা করতে পারেননি প্রায় সকলেই রাজনীতিতে হারিয়ে গেছেন, কেউ কেউ আবার মূল ধরে ফিরে এসে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছেন মোদ্দাকথা হলো, আওয়ামী লীগের মূলধারার বাইরে গিয়ে যারা স্বৈরাচার সহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠির প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছে আওয়ামী লীগ বিরোধী ভূমিকা পালনের মাধ্যমে, তারা শেষ পর্যন্ত নিজেদের রাজনৈতিক অস্তিত্বই ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বেইমানির খাতায় নাম লিখিয়ে ঠাঁই নিয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে এদের বিপরীতে বঙ্গবন্ধুর কথাই ধরা যাক বঙ্গবন্ধু জেল-জুলুম ত্যাগ স্বীকার করে কখনোই মূলধারার রাজনীতি থেকে নিজকে যেমন বিচ্যুত করেননি, তেমনি দলকেও মূলধারা হতে বিচ্যুত হতে দেননি কারণেই তিনি মাত্র ৫৫ বছরের জীবনে এতো কিছু করতে পেরেছিলেন বাংলার গণমানুষের নেতা থেকে জাতির মনকে উন্নীত হয়েছেন

আওয়ামী লীগের ৬০ বছরের ইতিহাসে ডান বাম বিচ্যুতির ফলে নেতিবাচক প্রভাব যে একেবারে পড়েনি, তা নয় এর ফলে দেখা গেছে সামরিক বিভ্রান্তি এবং দলের ভেতরে পুরানা ত্যাগী নেতাদের জায়গায় ব্যবসায়ী-দুর্বৃত্তরা ঠাঁই নেওয়ার সুযোগ পেয়েছে তবে আওয়ামী লীগের মতো বিশাল দলের অবস্থা হলো অনেকটা সমুদ্রের মতো সমুদ্রের অভ্যন্তরে হাঙ্গর-তিমি থাকে,

 তেমনি আওয়ামী লীগের অভ্যন্তরে অপশক্তি হিসেবে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত থাকাটা অস্বাভাবিক নয় তবে আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে তৃণমূলের সেই সকল কর্মী-সমর্থক, যারা নৌকার মাল্লা হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এরা সাধারণ জনগণ এদের কারণেই আওয়ামী লীগ বহতা নদীর মতো কোনো বড় নেতা দল ত্যাগ করে গেলেও দলের কোনো ক্ষতি হয় না

বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দল এই দলের প্রতি জনগণের আস্থা অটুট থাকার কারণ হলো জন্মলগ্ন থেকেই দলটির গণমুখী প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়নের ঐতিহ্য আওয়ামী লীগ কোনো ডানপন্থী কিংবা বামপন্থী দল নয় তবে ডান বামের মাঝখানে অবস্থান হলেও পুরোপুরি মধ্যপন্থী নয় একটু বামঘেঁষা দল প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফলে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে মূলধারার রাজনৈতিক দল হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে প্রগতিশীলতাই আওয়ামী লীগকে মুসলিম লীগ কিংবা বিএনপি থেকে পাথর্ক করে রেখেছে আওয়ামী লীগের -দশকের ইতিহাস পর্যালোচনা করলে এই সত্য বেরিয়ে আসবে, বাঙালি জাতির যে রাজনৈতিক তৃষ্ণা- সেটা আওয়ামী লীগের পক্ষেই মেটানো সম্ভব কারণেই দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ দলটিকে ভালোবাসে তৃণমূলের কর্মী-সমর্থকরাই দলটির প্রকৃত প্রাণ কাজেই তৃণমূলের জনগণের আকাঙ্ক্ষাকেই প্রাধান্য দিয়ে আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে

২৩ জুন ২০০৯